পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের দায়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের দায়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার

শেয়ার করুন

 

এটিএন টাইমস ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের দায়ে ১ নারীসহ ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে প্রদেশটির পুলিশ।

শুক্রবার ‘দ্যা  ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানায়, বুধবার রাজ্যটির উত্তর-২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্ত এলাকা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহষ্পতিবার তাদের বসিরহাট আদালতে হাজির শেষে ১৪ দিনের নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়।

এরইমধ্যে তাদের নাম প্রকাশ করা হয়েছে। অধিকাংশই বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে।

উত্তর-২৪ পরগনার এক পুলিশ কর্মকর্তা জানান, ১৯৪৬ সালের ‘ফরেনারস অ্যাক্ট’ অনুযায়ী অবৈধ প্রবেশের দায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, মূলত চাকুরীর খুঁজে দক্ষিণ ভারতে যাওয়ার জন্য তারা অবৈধভাবে প্রবেশ করেছিলো। চলতি বছরের জুলাই মাসেও রাজ্যটি থেকে ৪৫ বাংলাদেশিকে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়।