নাইকোর সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

নাইকোর সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কানাডাভিত্তিক তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে পেট্রোবাংলা ও বাপেক্সের করা দুটি চুক্তি অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে এ বিষয়ে জারি করা এক রুলকে যথাযথ ঘোষণা করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এসব চুক্তির অধীনে নাইকোর সব সম্পত্তি ও বাংলাদেশে প্রতিষ্ঠানটির অন্যান্য সম্পত্তি বাংলাদেশ সরকারের অনুকূলে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া গ্যাস কুপের বিস্ফোরণে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত নাইকোকে কোনও প্রকার পেমেন্ট করা যাবে না বলেও রায় দিয়েছেন আদালত।