দোষ স্বীকার নাঈমের, রিমান্ডের আবেদন করবে পুলিশ

দোষ স্বীকার নাঈমের, রিমান্ডের আবেদন করবে পুলিশ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে ১০ দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে তোলা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।

সকালে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম। গত রাতে নাঈম আশরাফকে মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেপ্তার করে রাতেই ঢাকায় আনা হয়। নাঈম লৌহজং-এর চান্দের বাজার এলাকায় দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল।

এ নিয়ে আলোচিত এই ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের ১১ দিনের মধ্যে, পাঁচ আসামির সবাই গ্রেপ্তার হলো। গত ২৮ মে বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যারয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়।