দেশের সেবা খাতে দুর্নীতি ও ঘুষের ধারা অব্যাহত রয়েছে: টিআইবি

দেশের সেবা খাতে দুর্নীতি ও ঘুষের ধারা অব্যাহত রয়েছে: টিআইবি

শেয়ার করুন

tib-20180723174659নিজস্ব প্রতিবেদক :

দেশের সেবা খাতে দুর্নীতি ও ঘুষের ধারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। ‘সেবা খাতে দুর্নীতি, জাতীয় খানা জরিপ ২০১৭’-এর প্রতিবেদনের ভিত্তিতে একথা জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সাধারণ মানুষ সেবা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়ে সবচেয়ে বেশী দুর্নীতির শিকার হচ্ছেন। আর বিআরটিএ-তে গেলে দিতে হয় সবচেয়ে বেশি ঘুষ।

ঘুষ গ্রহণে দ্বিতীয় অবস্থানেও আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর টাকার অঙ্কে বেশি ঘুষ দিতে হয় গ্যাস সেবা পেতে। ১৬টি সেবাখাতকে মূল্যায়ন করতে শহর ও গ্রামে ১৫ হাজার ৫৮১টি খানাকে জরিপের আওতায় আনা হয়।