দেশের কল্যাণে কাজ করে যেতে বিজিবির প্রতি প্রধানমন্ত্রীর আহবান

দেশের কল্যাণে কাজ করে যেতে বিজিবির প্রতি প্রধানমন্ত্রীর আহবান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব শৃঙ্খলা মেনে আনুগত্য ও বিশ্বস্ততার সঙ্গে দেশের কল্যাণে কাজ করে যেতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে বিজিবি দিবসের অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম ও অভিবাদন গ্রহণ করেন। বিজিবি সদস্যদের আনুগত্য প্রশ্নাতীত মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট বিভিন্ন দুর্যোগে বিজিবি’র ভূমিকা গুরুত্বপূর্ণ।

মুক্তিযুদ্ধেও এই বাহিনীর অবদান অসামান্য রয়েছে জানান তিনি। রোহিঙ্গা সংকটে মানবিক ও সীমান্তে কার্যকর ভূমিকা রাখায় সীমান্তরক্ষী এই বাহিনীর সদস্যদের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। বিজিবির জন্য দুটি হেলিকপ্টার কেনার সিদ্ধান্তের জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার।