‘দুর্নীতি রোধে ডিজিটাল ব্যবস্থাপনার বিকল্প নেই’

‘দুর্নীতি রোধে ডিজিটাল ব্যবস্থাপনার বিকল্প নেই’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি রোধে ডিজিটাল ব্যবস্থাপনার আপাত কোন বিকল্প নেই বলে মনে করেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ২০১৮ সালের মধ্যে দেশের আর্থিক ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন সম্পূর্ণ হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতরোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত জাতিসংঘের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ ও কর্মশালা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতিসংঘের নেতৃত্বাধীন জোট বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের এই গবেষণায় বলা হয়েছে ২০১১ সাল থেকে বাংলাদেশে মোবাইল মাধ্যম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রবৃদ্ধির হার প্রায় ১২০ শতাংশ। শুধু মাত্র ২০১৫ সালেই বাংলাদেশে ডিজিটাল লেনদেন হয়েছে প্রায় ২০ বিলিয়ন ডলার। বর্তমানে মোবাইল ব্যাংকিং এ বাংলাদেশে প্রতি হাজারে প্রায় ২০ টাকা কেটে রাখা হয়।

অনুষ্ঠান শেষে এ বিষয়ে প্রশ্ন করলে অর্থমন্ত্রী জানান, লেনদেন বাড়লে টাকা আদান প্রদানের খরচও কমে আসবে।