‘দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে’

‘দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে’

শেয়ার করুন

40e9bd7256dce1adf2db7f1d0abe89a8-iqbal-mahmud

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশন-দুদক-এর চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, শুধু প্রভাবশালী নয়, দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

সম্প্রতি রাষ্ট্রপতির কাছে ২০১৫ সালের দুদকের বার্ষিক প্রতিবেদন পেশ করার পর এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দুদকের মামলায় ক্ষমতাসীন দলের সাংসদ আবদুর রহমান বদির সাজা প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, আদালতের রায়ের বিষয়ে কোনও প্রতিক্রিয়া নেই। তবে দুদকের প্রতিটি মামলাতেই আসামির সাজা হোক, এটা তার প্রত্যাশা।

তিনি জানান, প্রতিবেদনে দেশে দুর্নীতি কমানোর জন্য দুদকের পক্ষ থেকে ৩২ দফা সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো- ভূমি সংক্রান্ত সব প্রতিষ্ঠান এক ছাদের নিচে নিয়ে আসা, সরকারের সব ধরনের ক্রয় বিক্রয় ই-টেন্ডারের মাধ্যমে করা।