‘দিনাজপুরের শিশু ধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার’

‘দিনাজপুরের শিশু ধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

দিনাজপুরের শিশু ধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বুধবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, দ্রুত বিচার নিষ্পত্তি করতেই উদ্যোগ নেয়া হবে। এছাড়া ৩১ অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের দেয়া রিটের জবাব দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সরকার বিচার বিভাগের কোন কাজে হস্তক্ষেপ করেনা। বিচার বিভাগের সমস্যা ও মামলা জট সম্পর্কে অবগত আছে সরকার। বিচার বিভাগ ডিজিটালাইজড করতে শিগগিরই ৩শ ২৭ কোটি টাকার প্রকল্প নেয়া হবে। এসময় তিনি বিচারকদের সততা ও দ্রুততার সাথে বিচার কাজ পরিচালনার আহবান জানান।