তাপপ্রবাহের দাপট চলবে, সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস

তাপপ্রবাহের দাপট চলবে, সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস

শেয়ার করুন

Rain_3
গত কয়েকদিন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে সপ্তাহের শেষে দেখা মিলতে পারে স্বস্তির বৃষ্টির। খবর বাসসের

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ দিকে, মঙ্গলবার (২৭ এপ্রিল) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে সপ্তাহের শেষে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময় দিনের তাপমাত্রাও কমতে পারে।

আরও পড়ুন : চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায় আসছেন আজ

অন্যদিকে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। আর মৌসুমী লঘুচাপের অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে।

মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।