ডিসেম্বরের মধ্যেই সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন

ডিসেম্বরের মধ্যেই সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন

শেয়ার করুন

PM-01-2-1

নিজস্ব প্রতিবেদক :

ডিসেম্বরের মধ্যেই সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা যাবে। দেশের ১০২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে বিদ্যুত ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার ১০২টি উপজেলা ছাড়াও ৭টি নতুন বিদ্যুৎকেন্দ্র, ১টি গ্রিড উপকেন্দ্রেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন,  বিদ্যুতের মহাপরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে। এই পরিকল্পনার একটি বড় অংশ দেশের সবগুলো উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা। আবার ক্ষমতায় এলে, ২০২১ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াট এবং চলমান গ্যাস সংকট মেটাতে সরকার কাজ করে যাবে বলে জানান, জ্বালানি প্রতিমন্ত্রী।