ট্যানারির বর্জ্যে মুরগির খাবার নয়, হাইকোর্টের রায় বহাল

ট্যানারির বর্জ্যে মুরগির খাবার নয়, হাইকোর্টের রায় বহাল

শেয়ার করুন

maxresdefault_liveনিজস্ব প্রতিবেদক :

ট্যানারি বা চামড়া কারখানার বর্জ্য পোল্ট্রি ফিড হিসেবে ব্যবহার না করতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে আদেশ দেন।

২০১০ সালে ১৬ জুলাই আইনজীবী মনজিল মোরসেদ, খামারের হাঁস-মুরগি ও মাছের খাবার তৈরিতে চামড়াশিল্পের বর্জ্য ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেন। তাঁর আবেদনে বলা হয়, ট্যানারি বর্জ্য ব্যবহার করে তৈরি করা খাদ্য, মুরগি ও মাছ উভয়ের জন্যই অস্বাস্থ্যকর। ওই মুরগি ও মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে মানুষও।

শুনানির পর হাঁস-মুরগী ও মাছের খাদ্য হিসেবে ট্যানারির বর্জ্য ব্যবহার বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে পোল্ট্রি ফিড উৎপাদকদের আপিল আবেদনের শুনানি শেষে, সেটি নাকচ করে হাইকোর্টের রায়ই বহাল রাখেন সুপ্রিম কোর্ট।