‘টাকার জন্য অধ্যাপক আলী কে হত্যা করা হয়’

‘টাকার জন্য অধ্যাপক আলী কে হত্যা করা হয়’

শেয়ার করুন

ইডেন কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেন

নিজস্ব প্রতিবেদক :

টাকার জন্য অধ্যাপক আলী হোসেন মালিককে হত্যা করা হয়েছে। ড্রাইভার, কাজের লোক ও এক সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে র‌্যাব।

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেন মালিক একটি ডেভলপার কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করতেন। এ কারণে প্রায়ই তিনি নগদ অর্থের লেনদেন করতেন। এই অর্থের ওপরই লোভ হয় ড্রাইভার মাসুদের।

মাসুদ ও আলী হোসেনের কাজের লোক সৈয়দ ফকির দুজন মিলে হত্যার পরিকল্পনা করে। এই পরিকল্পনায় যুক্ত হয় সৈয়দ ফকিরের ভাই সুজন। ব্যবসায়িক কাজে ১৯ লাখ টাকা উত্তোলন করেছিলেন আলী হোসেন। এই টাকা হাতিয়ে নিতেই ১১ অক্টোবর তাকে খুন করে মাসুদ, সৈয়দ ফকির ও সুজন দাবি র‌্যাবের। কিন্তু সেখানে দেড় লাখ টাকা ছিলো। পরে সেই টাকা নিয়েই তারা পালিয়ে যায়। তাদেরকে বরিশাল ও ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।