জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করুন: কাদের

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করুন: কাদের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এ আহ্বান জানান তিনি। জেলা পরিষদ নির্বাচনে টাকার  দৌরাত্ম কমাতে রাজনৈতিক দলগুলোকে আরে বেশী দায়িত্বশীল হবারও আহ্বান জানান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, সরকার শিশু ও নারী জঙ্গিবাদ নিয়ে উদ্বিগ্ন হলেও, আতঙ্কিত নয়। জঙ্গিবাদ মোকাবেলায় সরকার দৃঢ়ভাবে কাজ করবে বলেও জানান তিনি।

এছাড়া মঙ্গলবার সকাল থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট এলাকাগুলোতে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। নির্বাচনযোগ্য ৬১টি জেলা পরিষদের মধ্যে ২২টিতেই সরকার দলীয় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফলে ভোট হবে ৩৯টি জেলা পরিষদে। চেয়ারম্যান পদে প্রার্থী ১২৪জন। সাধারণ সদস্য পদে ২ হাজার ৯৮৫ এবং নারীদের জন্য সংরক্ষিত সদস্য পদে ৮০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।