জেরুজালেম ইস্যুতে ওআইসি’র বিশেষ বৈঠকে যোগ দেবেন রাষ্ট্রপতি

জেরুজালেম ইস্যুতে ওআইসি’র বিশেষ বৈঠকে যোগ দেবেন রাষ্ট্রপতি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জেরুজালেম ইস্যুতে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের বিশেষ বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

১৩ ডিসেম্বর তুরস্কের ইস্তাম্বুলে এ সভার ডাক দিয়েছেন সংগঠনটির বর্তমান সভাপতি, তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান।

রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী নিজের দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সম্মেলনের আগে শীর্ষ কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রীদের সভা হবে।

এদিকে ওয়ান প্ল্যানেট সামিটে অংশ নিতে আগামীকাল সোমবার ফ্রান্সের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইম্মানুয়েল ম্যাখোঁর সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় ছাড়াও রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। ১১ থেকে ১৩ ডিসেম্বর প্যারিসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।