জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

শেয়ার করুন

jsc_169844_170324নিজস্ব প্রতিবেদক:

জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষা শুরু হয়েছে।

আটটি সাধারণ ও একটি মাদ্রাসা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নকলমুক্ত পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস হওয়া প্রতিরোধে এবার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রলালয় থেকে নিশ্চিত করা হয়েছে। প্রথম দিন আজ জেএসসিতে বাংলা প্রথমপত্র ও জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। গত বছর পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। আগামী ১৮ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শেষ হবে।