জুরাইনে গণধর্ষণ: অভিযুক্তরা শনাক্ত হলেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

জুরাইনে গণধর্ষণ: অভিযুক্তরা শনাক্ত হলেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

এক সপ্তাহ পার হলেও, রাজধানীর জুরাইনে গণধর্ষণ মামলার আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে, মূল অভিযুক্ত শাওন ও তার ৫ সহযোগীকে শনাক্ত করা হয়েছে।

এদিকে, পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলেছে ধর্ষিতার পরিবার। শনিবার পূর্ব জুরাইনের চেয়ারম্যান বাড়ি মোড়ে অভিযুক্ত শাওনদের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।

প্রতিবেশিরা জানিয়েছেন, চলতি মাসেই এ বাসায় এসেছে তারা। গণধর্ষণের ঘটনার পর থেকেই লাপাত্তা বাসার লোকজন। গত ২৮ এপ্রিল পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ে, শাওন ও তার ৭ সঙ্গী এক কিশোরীকে নির্যাতন করে বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় অভিযুক্তদের একজন স্কুলের দারোয়ান স্বপন মহানগর হাকিম আদালতে গত শুক্রবার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।