জাসদ ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ২ জনের ফাঁসি বহাল

জাসদ ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ২ জনের ফাঁসি বহাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

২০০৫ সালে রাজধানীর কাফরুলে জাসদ ছাত্রলীগ নেতা মোমিন হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া ২ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড হাইকোর্টও বহাল রেখেছে।

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ দুপুর একটায় এ রায় দেন। গত ১২ নভেম্বর এই মামলায় ডেথ রেফারেন্সে শুনানী শুরু হয়ে গতকাল তা শেষ হয়। মতিঝিল থানার সাবেক ওসি একেএম রফিকুল ইসলাম এ মামলার প্রধান আসামি ছিলেন। তিনি কারাবন্দি অবস্থায় ২০১৫ সালের ২২ ডিসেম্বর মারা যান।

২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর খুন হন কলেজছাত্র মোমিন। এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা আবদুর রাজ্জাক বাদী হয়ে ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ওসি রফিককে দুই দফায় আসামির তালিকা থেকে বাদ দেয় সিআইডি ও ডিবি। পরে ২০০৮ সালে বিচার বিভাগীয় তদন্তের রিপোর্টের ভিত্তিতে ওসি রফিকসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

এরপর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এ ২০১১ সালের ২০ জুলাই রায় দেওয়া হয়। রায়ে ওসি রফিকসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।