‘জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী’

‘জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী’

শেয়ার করুন

2017-09-21T235448Z_583106568_HP1ED9L1UFBD5_RTRMADP_3_UN-ASSEMBLY-BANGLADESHনিজস্ব প্রতিবেদক :

জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামীকাল ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে আজ এ কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারের ওপরে চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাবে বাংলাদেশ। এ সময় তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে অনন্য ভূমিকা রাখায় ইন্টারপ্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রীকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করবে। এছাড়াও গ্লোবাল হোপ কোয়ালিশন ‘স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রধানমন্ত্রীর হাতে  তুলে দেবে।

৬ দিনের এই সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে লন্ডনে যাত্রা বিরতি করবেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।