ছয় মাস পর কমলো করোনার সংক্রমণ, মৃত্যু ২৬

ছয় মাস পর কমলো করোনার সংক্রমণ, মৃত্যু ২৬

শেয়ার করুন
ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

 

নিজস্ব প্রতিবেদক।।

করোনায় সারাদেশে ২৬ জনের প্রাণ গেছে। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ২৭৭ জনে।

একই সময়ে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৬২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮১০টি ল্যাবরেটরিতে ৩৩ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪টি।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমেছে। গতকাল সোমবার শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ। আজ মঙ্গলবার শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ২৭ শতাংশ।

গত ৭ মার্চ শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ।