‘চোরাচালান বন্ধ হলে সীমান্তে হত্যা কমবে’

‘চোরাচালান বন্ধ হলে সীমান্তে হত্যা কমবে’

শেয়ার করুন

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদনিজস্ব প্রতিবেদক:

চোরাচালান নিয়ন্ত্রণ করা না গেলে সীমান্ত হত্যা বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

ভারতের কারাগারে আটক বিভিন্ন সন্ত্রাসীদেরও দ্রুত ফেরত আনার প্রক্রিয়া শুরু হবে বলেও, জানান তিনি। দিল্লীতে ৪৩তম সীমান্ত সম্মেলন সম্পর্কিত সংবাদ সম্মেলনে শুক্রবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক।

সীমান্তে মাদক, অস্ত্র ও গরু চোরাচালানের জন্য ৯৫ শতাংশ হত্যাকান্ড সংগঠিত হয় বলে জানান, বিজিবির মহাপরিচালক। সম্মেলনে বিএসএফের সাথে সীমান্ত হত্যা বন্ধ ও চোরাচালান রোধে দুই দেশেই কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগের কথাও জানানো হয়।

ভবিষ্যতে সীমান্তে অস্হিরতা কমাতে বিজিবি-বিএসএফ একসাথে কাজ করবে বলে জানান, বিজিবি মহাপরিচালক। দেশীয় চোরাকারবারিদের গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।