চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, অস্ত্রসহ আটক তিন

চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, অস্ত্রসহ আটক তিন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে চারটি বাড়িতে অভিযান চালিয়েছে র‍্যাব। এসময় অস্ত্র, বিস্ফোরক, গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। ভোররাত সাড়ে চারটা থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় সকাল সোয়া ১১টায়।

অভিযান নিয়ে র‌্যাব-৫-এর অধিনায়ক কর্নেল মাহবুব আলম বিস্তারিত জানান- গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাত সাড়ে চারটার দিকে গোমস্তাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গানপাউডার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি উদ্ধার করা হয়।

আটক করা হয় আবদুস শুকুর, সাইফুল আলম ও জাহাঙ্গীর আলমকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বালুগ্রাম শিমুলতলা গ্রামের আবদুস শুকুরের বাড়ি, চকপুস্তম এলাকার এজাবুল হকের বাড়ি, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের আবদুল মজিদের বাড়ি ও আলী সাহাপুর গ্রামের আফজালের বাড়িতে অভিযান চালানো হয়।

এর মধ্যে আবদুস শুকুরের বাড়ি থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এর আগে চানপাড়া গ্রামের আবদুল মজিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।