‘ঘূর্ণিঝড় মোরায় ক্ষয়ক্ষতির তালিকা হচ্ছে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে’

‘ঘূর্ণিঝড় মোরায় ক্ষয়ক্ষতির তালিকা হচ্ছে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১০ম জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে বাজেটের আগের দিন ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব।

তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্থ হাওর এলাকায় স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়া হয়েছে। পিরোজপুর-৩ এর সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে ঘূর্নিঝড় ‘মোরা’ মোকাবেলায় নেয়া প্রস্তুতি এবং এর পরবর্তী নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

পাশাপাশি, ১৯৯১ সালের ঘূর্ণিঝড় মোকাবেলায় বিএনপি সরকারের ব্যর্থতাও তুলে ধরেন।  প্রশ্ন-উত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও বলেন, দূর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।