কোলকাতার মাদার হাউজে হামলার পরিকল্পনা করেছিল মুসা

কোলকাতার মাদার হাউজে হামলার পরিকল্পনা করেছিল মুসা

শেয়ার করুন

2নিজস্ব প্রতিবেদক :

কোলকাতার মাদার হাউস যা মাদার তেরেসা ভবন নামে পরিচিত, সেখানেও হামলার পরিকল্পনা ছিল হলি আর্টিজান হামলায় সংশ্লিষ্ট আইএস জঙ্গি মসিউদ্দিন ওরফে মুসার।

মাদার হাউসে অবস্থানরত বিদেশিদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে হত্যার ছক করেছিলেন তিনি। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার আদালতে দেওয়া অভিযোগপত্রে এমনটিই বলেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি-এনআইএ। বিষয়টি জানার পরই, মধ্য কলকাতার মাদার হাউসে নিরাপত্তা বাড়িয়েছে কোলকাতা পুলিশ। পুলিশের পাশাপাশি সেখানে নজরদারি বাড়িয়েছে গোয়েন্দা সংস্থাগুলোও।

হলি আর্টিজানে হামলার কয়েকদিন পরই পশ্চিমবঙ্গের বর্ধমান স্টেশন থেকে ধরা পড়ে জঙ্গি মুসা। তার বিরুদ্ধে বর্ধমানে খাগড়াগড় ও ঢাকার হলি আর্টিজানে হামলায় সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। হলি আর্টিজানে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল, তাদের কয়েকজনের সঙ্গে মুসার কোলকাতায় একটি বৈঠকও হয়েছিল। মাদার হাউসের হামলার পরিকল্পনা নিয়ে আরেক জঙ্গি জামাই ফারুককে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ। পাশাপাশি বোমারু মিজানের অবস্থানও জানার চেষ্টা চলছে।