কোটা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন, ২-৩ দিনের মধ্যে প্রজ্ঞাপন

কোটা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন, ২-৩ দিনের মধ্যে প্রজ্ঞাপন

শেয়ার করুন

4bpp422566c6c714zbn_800C450
নিজস্ব প্রতিবেদক :

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবশেষে চূড়ান্ত হলো। দুপরে বিষয়টিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ২-৩ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকের শুরুতে তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ‘আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০১৮ রিকগনিশন অব এক্সিলেন্স’ সনদ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। গত ১০ থেকে ১৩ সেপ্টেম্বর আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত সম্মেলনে ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়ন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে এই সনদ প্রদান করে।

এরপর মন্ত্রিসভায় কোটা সংক্রান্ত সচিব কমিটির দেওয়া প্রতিবেদন বিশ্লেষণ করে এ কোটা প্রথা বাতিলের অনুমোদন দেয় মন্ত্রিসভা। গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোটা সংক্রান্ত সচিব কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছিল।