‘কৃষি উৎপাদন ও বিপননে বহুমুখিতার বিকল্প নেই’

‘কৃষি উৎপাদন ও বিপননে বহুমুখিতার বিকল্প নেই’

শেয়ার করুন

রাষ্ট্রপতিbangladesh-president-abdul-hamidনিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের দরিদ্রতা কমিয়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিখাতে উদ্ভাবনী ও গবেষণা প্রক্রিয়া অব্যাহত রাখতে কৃষিবিদ ও কৃষি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ৫ম জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি কনফারেন্সে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, কৃষিখাতে অর্জিত সাফল্য ধরে রাখতে হলে কৃষি উৎপাদন ও বিপননে বহুমুখিতার বিকল্প নেই।

তিনি আরও বলেন, কৃষির সামনে বড় চ্যালেঞ্জ হলো, বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পুরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে সৃষ্ট পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবিলা করা। জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিকুল জলবায়ু সহনশীল শষ্যের বিভিন্ন জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।