করোনায় সারাদেশে ৩৬ জনের মৃত্যু

করোনায় সারাদেশে ৩৬ জনের মৃত্যু

শেয়ার করুন

khulna pic-1
নিজস্ব প্রতিবেদক।।

করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩১৩ জনে।

৩৬ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩০ জন, বেসরকারি হাসপাতালে পাঁচজন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

আগের দিনের চেয়ে শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের হার। যদিও এ হার আজকেও ৫ শতাংশের নিচে রয়েছে। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৯। গতকাল এ হার ছিল ৪ দশমিক ৬৯। এর আগে চলতি বছরের ৭ মার্চ শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩। সাড়ে ছয় মাস পর গতকাল শনাক্তের হার ৫–এর নিচে নামে। গতকাল শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৫৬২।

দেশে এখন পর্যন্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন।