‘এরশাদের রাডার দুর্নীতি মামলায় নতুন করে সাক্ষ্য নেওয়ার সুযোগ নেই’

‘এরশাদের রাডার দুর্নীতি মামলায় নতুন করে সাক্ষ্য নেওয়ার সুযোগ নেই’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আমলে রাডার কেনার দুর্নীতির মামলায় নতুন করে কয়েকজনের সাক্ষ্য নিতে দুদক যে রিভিউ আবেদন করেছিল, আপিল বিভাগ তা খারিজ হয়ে দিয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যর আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

আপিল বিভাগের এ আদেশের ফলে এ মামলায় নতুন করে সাক্ষ্য নেওয়ার আর কোনো সুযোগ রইল না। অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষের ৩৮ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে নিম্ন আদালতে মামলাটি যুক্তিতর্ক পর্যায়ে গিয়েছিল।

এ অবস্থায় গত বছর নভেম্বরে বাকি সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার আবেদন করে দুদক। তার শুনানি করে হাইকোর্ট দুদকের পক্ষে আদেশ দেয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন এ মামলার আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ। সেই আবেদনের শুনানি নিয়ে সর্বোচ্চ আদালত গত ৮ জানুয়ারি হাই কোর্টের দেওয়া রায় বাতিল করে দেয়।