‘এজেন্সিগুলোর প্রতারণার কারনেই হজ্বযাত্রী নিয়ে সংকট’

‘এজেন্সিগুলোর প্রতারণার কারনেই হজ্বযাত্রী নিয়ে সংকট’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

হজ্ব ও ট্রাভেল এজেন্সিগুলোর প্রতারনার কারনেই হজ্বযাত্রী নিয়ে সংকট তৈরি হয়েছে। তাই এদের লাইন্সেস বাতিল করা হচ্ছে বলে জানালেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন হজ্বে যেতে বাকী এখনো ৩৯৭ জন। রাত পর্যন্ত চেষ্টা চলবে তাদের পাঠানোর।

তবে হ্জ্ব এজেন্সিগুলো প্রতারনা করেছে। তাই তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। আর যেসব ট্রাভেল এজেন্সি টিকিট ভিসা নিয়ে প্রতারনা করেছে তাদেরও লাইন্সেস বাতিল হবে। এ পর্যন্ত ১লাখ ২৭ হাজার ১০৩ জন যাত্রী হজ্বে গিয়েছেন বলে জানান রাশেদ খান মেনন।