উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন কাউন্সিল হচ্ছে

উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন কাউন্সিল হচ্ছে

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

দেশে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন ২০১৬-এর চূড়ান্ত  অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি অনুমোদিত হয়।

এতে বলা হয়েছে, ১৩ সদস্যের এই কাউন্সিলের নেতৃত্ব দেবেন সরকার নিযুক্ত একজন চেয়ারম্যান। অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সনদ ছাড়া কোনো প্রতিষ্ঠান উচ্চশিক্ষার সনদ দিতে পারবে না।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, কাউন্সিলের মূল দায়িত্ব হবে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম যাচাই করে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত উৎপাদনশীলতা-সহযোগিতা উন্নয়ন বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তির খসড়াও বৈঠকে অনুমোদিত হয়।