আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর খুলল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর খুলল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আড়াই ঘন্টা বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, নওশাদ নামে লালবাগ থেকে এক হৃদরোগি গত রাতে হাসপাতালের সিসিইউতে ভর্তি হন। আজ বেলা সাড়ে ১২টায় তাঁর মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালালে, চার চিকিৎসক আহত হন। বাধা দিতে গিয়ে আহত হন তিন আনসার সদস্যও।

ক্ষুব্ধ চিকিৎসকেরা দুপুর ২টায় জরুরি বিভাগ ও টিকেট কাউন্টার বন্ধ করে দেন। এ সময় জরুরি চিকিৎসা নিতে আসা রোগিরা ভোগান্তিতে পড়েন। এ ঘটনায় রিয়াজ ও মাকসুদ নামে দু’জনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।