আপন জুয়েলার্সের মালিকের ব্যবসায়িক লেনদেনের তথ্য চেয়েছে শুল্ক গোয়েন্দারা

আপন জুয়েলার্সের মালিকের ব্যবসায়িক লেনদেনের তথ্য চেয়েছে শুল্ক গোয়েন্দারা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের দেশে-বিদেশে হওয়া ব্যবসায়িক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে দিলদার আহমেদের ব্যবসায়িক লেনদেন এবং তার প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখতে একটি অনুসন্ধান কমিটি করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান।

এসব অভিযোগ তদন্তে শুল্ক গোয়েন্দা বিভাগের একজন উপ-পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি বৃহস্পতিবার দিলদার আহমেদের দেশে-বিদেশে যাবতীয় লেনদেনের হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে তার ব্যাংক হিসাবের তথ্য নিয়ে কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে দিলদার আহমেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মইনুল খান।