আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপনের কথা থাকলেও তা হচ্ছেনা: টিআইবি

আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপনের কথা থাকলেও তা হচ্ছেনা: টিআইবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নিরাপত্তা ছাড়া সকল আন্তর্জাতিক চুক্তি রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উপস্থাপনের কথা থাকলেও, তা হচ্ছেনা। দশম জাতীয় সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশন পর্যবেক্ষণ প্রতিবেদনে এ কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রোববার সকালে ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, ২০১৫-১৬ সালে স্বাক্ষরিত ৫৯টি চুক্তি সংসদে উপস্থাপিত হয়নি।

প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে প্রতিনিধিত্ব করলেও, মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি তাদের দ্বৈত অবস্থান প্রকাশ করে বলে মন্তব্য করেছে টিআইবি। সংস্থাটি মনে করে, বর্তমান সংসদের প্রায় তিন বছরে প্রধান বিরোধী দলের ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ। তবে সংসদে তাদের কিছু ইতিবাচক কার্যক্রম দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।