আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আজ ১০ মহররম পবিত্র আশুরা। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি পালন করা হয়।

হিজরী মহররম মাসের ১০ তারিখ বা আশুরা হিসেবে পালিত হয় ঐতিহাসিক কারবালার সেই হৃদয়বিদারক ঘটনার কারণে। ৬৮০ খ্রিস্টাব্দের ১০ মহররম হযরত ইমাম হোসাইন (রা.) সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে আত্মোৎসর্গের অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন।

এই দিনটি পৃথিবীর মানুষকে যুগ যুগ ধরে ন্যায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা জুগিয়ে আসছে। ইসলাম বলে, এই ১০ মহররম আশুরার দিন মহান আল্লাহতায়ালা পৃথিবী সৃষ্টি করেছেন এবং আবার কেয়ামতও হবে এ দিন।

এর বাইরে এদিন হযরত ইব্রাহিম (আ.) নমরুদের অগ্নিকুন্ড থেকে রক্ষা পেয়েছেন, হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পান। এরকম অসংখ্য ঘটনায় তাৎপর্যমন্ডিত এদিন পবিত্র আশুরার দিন।

পবিত্র আশুরা উপলক্ষে আজ সকালে পুরনো ঢাকার হোসেনী দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়।