আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কর্পোরাল এম এ সামাদ মারা গেছেন

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কর্পোরাল এম এ সামাদ মারা গেছেন

শেয়ার করুন

boishakhi_1536550986নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কর্পোরাল এম এ সামাদ মৃধা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৃত্যুকালে মরহুমের বয়স ছিলো ৯০ বছর।  তিন বছর ধরে নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। রোববার রাত ৯টায় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলার ৮ নম্বর আসামি ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

রাতে গ্রিন রোডে স্থানীয় একটি মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে তার মরদেহ নিয়ে পিরোজপুরের উদ্দেশে রওনা দেয় তার পরিবার। সোমবার বাদ আসর রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।