অসাংবিধানিকভাবে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না : নাসিম

অসাংবিধানিকভাবে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না : নাসিম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

অসাংবিধানিকভাবে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না । বললেন, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিএনপি এখনও দুরভিসন্ধি করছে। তাদের সাম্প্রতিক বক্তব্যে এটা স্পষ্ট।

সোমাবার সকালে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের সভা শেষে, সংবাদ সম্মেলনে মো. নাসিম এ কথা বলেন। ১৪ দলের সভায় ২৫ মার্চকে গণহত্যা দিবসের স্বীকৃতি দেয়ার ব্যাপারে আলোচনা হয়।

এ প্রসঙ্গে তিনি জানান, ১১ মার্চ জাতীয় সংসদ অধিবেশনে এ বিষয়ে প্রস্তাব আনা হবে। সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করা হবে বলে আশা করেন তিনি। আগামী নির্বাচনে ১৪ দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে জানিয়ে নাসিম বলেন: পরবর্তী নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সরকার এ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, বিএনপি এখনও নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ড. ইউনূসের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা দারিদ্র বিমোচনের জন্য ড. ইউনূসকে কৃতিত্ব দেন, তারা বিভ্রান্তি তৈরি করছে।