ইউক্রেনে হামলার শিকার বাংলাদেশের জাহাজ, প্রকৌশলীর মৃত্যু

ইউক্রেনে হামলার শিকার বাংলাদেশের জাহাজ, প্রকৌশলীর মৃত্যু

শেয়ার করুন
ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক।।

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশী জাহাজ ‌‘এম ভি বাংলার সমৃদ্ধি’ গোলা বর্ষণের শিকার হয়েছে। এতে জাহাজের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তাঁর নাম হাদিসুর রহমান। তিনি জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

হাদিসুরের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়।

বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ৯ টা ২৫ মিনিটে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নাবিকরা মিলে আগুন নিভিয়ে ফেলেন। তবে এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে জাগো নিউজকে বলেন, একজন মৃত্যুর খবর আমরা পেয়েছি। এছাড়া হতাহতের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) দিনগত রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ গোলার হামলার শিকার হয়।

ওই দিন স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলা হয়। এতে জাহাজে আগুন ধরে নিহত হন তিনি।

হাদিসুর রহমান বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে আবদুর রাজ্জাক মাস্টারের একমাত্র ছেলে। তাঁর চাচা বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান।

তিনি বলেন, ‘হাদিসুর চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পাস করার পর ২০১৮ সাল থেকে ওই জাহাজে ছিল। অবিবাহিত ছেলেটা সর্বশেষ বাড়িতে এসেছিল মাস ছয় আগে।

তবে ইউক্রেনে আটকে পড়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল নিয়মিত। সোমবারও বাড়িতে স্বজনদের সঙ্গে কথা বলে; জানায় জাহাজে তারা সবাই ভালো আছে।’