মায়ের জন্য ভালবাসা!

মায়ের জন্য ভালবাসা!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

‘মা’ । মাত্র একটি অক্ষরের শব্দ। অথচ তাতেই যেন পৃথিবীর সমস্ত ভালোবাসা, আবেগের সম্মিলন। সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ- ‘মা’। আজ বিশ্ব মা দিবস। বিশ্বের নানা দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিনটি পালিত হয়। বাংলাদেশে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার উদযাপিত হয় মা দিবস।

যদিও একটি বিশেষ দিনের মধ্যে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সীমাবন্ধ নয়। এই ভালোবাসা প্রতিদিনের। প্রতিক্ষণের। তারপরও মায়ের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে দিসটি পালন করা হয়।  মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা আনা জার্ভিস এই দিবসের প্রবক্তা।  তাঁর মা সারা জীবন ব্যয় করেন অসহায়দের সেবায়। ১৯০৫ সালে তার মৃত্যুর পর, মেয়ে আনা দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে প্রচার শুরু করেন। সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে  স্বীকৃতি পায়। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা।