ভুল চিকিৎসায় শিশু রাইফা নিহতের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শোকজ

ভুল চিকিৎসায় শিশু রাইফা নিহতের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শোকজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে ভুল চিকিৎসা ও গাফিলতিতে আড়াই বছরের শিশু রাইফা খান নিহতের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বেসরকারি ম্যাক্স হাসপাতালকে।

নোটিশে হাসপাতালের লাইসেন্স নবায়নের জন্য নতুন ফর্মে আবেদন না করা, কর্তব্যরত ডাক্তার ও নার্সের নিয়োগপত্র না পাওয়াসহ বেশ কিছু অনিয়মের তথ্য জানানো হয়। এছাড়া হাসপাতলের নানা অনিয়মের তথ্যের জবাব আগামী ১৫ দিনের মধ্যে দেয়ার জন্যও নির্দেশ দেয়া হয়। অন্যথায় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধসহ লাইসেন্স বাতিল করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে রাইফার মৃত্যুর তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করতে, চিকিৎসক সমাজ ও সাংবাদিক সমাজকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা। এছাড়া বিএমএকে ব্যবহার করে যারা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চক্রান্তে লিপ্ত রয়েছেন তাদেরকে সংযত হয়ে যাওয়ার পরামর্শও দেন সাংবাদিক মহল।