প্রথমবারের মত রাস্তায় গাড়ি চালাচ্ছেন সৌদি নারীরা

প্রথমবারের মত রাস্তায় গাড়ি চালাচ্ছেন সৌদি নারীরা

শেয়ার করুন

_102179258_img_1101বিশ্বসংবাদ ডেস্ক :

নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে আজ থেকে রাস্তায় গাড়ি চালাচ্ছেন সৌদি নারীরা। স্থানীয় সময় গত মধ্যরাত থেকে উঠে গেছে নিষেধাজ্ঞা। বিশ্বে একমাত্র সৌদি আরবেই এতদিন নারীদের জন্য গাড়ি চালানো নিষিদ্ধ ছিল।

দীর্ঘদিনের এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। এ সিদ্ধান্তের ফলে সামাজিক গতিশীলতার নতুন যুগ উন্মোচিত হবে বলে মনে করছেন দেশটির মানুষ।

দেশটির মানবাধিকার কর্মীরা বলছেন, অনেক নারী এখন নির্ভরতা থেকে মুক্ত হবে। এটা তাদের মুক্ত বিচরণ ও ব্যক্তি স্বাধীনতায় সাহায্য করবে।

গত কয়েক মাস ধরে অনেক নারী গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়েছেন ও ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন। একটি জরিপ প্রতিষ্ঠান বলেছে, দেশটিতে ২০২০ সালের মধ্যে ৩০ লাখ নারী ড্রাইভিং লাইসেন্স পাবেন এবং গাড়িও চালাতে পারবেন। এ সিদ্ধান্তের কারণে নারীদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। ফলে ২০৩০ সালের মধ্যে জাতীয় অর্থনীতিতে অতিরিক্ত ৯০ বিলিয়ন ডলার যোগ হবে।