নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিলো বাঙালি

নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিলো বাঙালি

শেয়ার করুন
IMG_1753-01
ছবি- স্নেহাল সুমন

এটিএন টাইমস ডেস্ক:

জীর্ণ-পুরাতন মুছে ফেলে, নতুন স্বপ্ন ও সুন্দরের প্রত্যাশায় বাঙালি উদযাপন করেছে নববর্ষ-১৪২৪। উগ্রপন্থীদের নানা তৎপরতায় বিরাজিত শঙ্কা ও উদ্বেগের ছায়া ছিন্ন করার প্রত্যয়ে বরন করা হলো নতুন বছরকে। বর্ষবরণের প্রধান আয়োজন ছিলো মঙ্গল শোভাযাত্রা।

এতে অংশ নেন উৎসবমুখর হাজারো মানুষ। নানা রঙের মুখোশ, হাতি, বাঘ, ফুল আর পাখির প্রতিকৃতি নিয়ে পদযাত্রা করেন তারা। একেবারে সামনে ছিল হাতি। শোভাযাত্রায় অংশ নেওয়া সবার হাতে হাতে ফুল ও পাখি। ছোট ছোট অনেক সূর্য।

DSC_1902-01
ছবি- স্নেহাল সুমন।

শোভাযাত্রায় এবারের মূল আকর্ষণ সূর্যমুখী। ছিল একটা বড় সূর্যের প্রতিকৃতি। অন্ধকার ছিন্ন করে আলোর পথে আহ্বান জানাতেই এই সূর্য। উগ্র, অসহিষ্ণু, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ। এই উৱসব বাঙালিকে প্রত্যয়ী করবে আলোর পথযাত্রী হতে। এর আগে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ উদযাপনের অর্ধশতাব্দী হলো এবার।

এ আয়োজন হয়ে উঠে নতুন বঙ্গাব্দকে বরণ করে নেওয়ার প্রতীক। এবার তারা অনুষ্ঠানটি সাজায় ৫০ বছর আগের প্রথম অনুষ্ঠানটির আদলে। পরিবেশন করা হয় প্রথম উদযাপনের বেশ ক’টি গান। একক ও দলীয় পরিবেশনা বরাবরের মতোই মুগ্ধ করে সমাগত দর্শক-শ্রোতাদের।