আত্মত্যাগের আশুরা

আত্মত্যাগের আশুরা

শেয়ার করুন

ashura-hd-wallpaperএটিএন টাইমস ডেস্ক:

১০ মহররম, পবিত্র আশুরা বুধবার। মুসলিম উম্মাহর জন্য তাৎপর্যময় ও শোকাবহ একদিন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এই দিনে ফোরাত নদীর তীরে সপরিবারে শহীদ হন হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর অনুসারীরা। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল আজও।

এ মাতম যেমন শোকের। তেমনি হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেতনায় উজ্জ্বল।

হিজরি ৬১ সালের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন কারবালার ময়দানে।

শোকাবহ সেই ঘটনাকে কেন্দ্র করেই পালিত হয় পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল। অবিস্মরণীয় ও মহিমান্বিত।

শোক থেকে শক্তি। কারবালার সেই শোকাবহ ঘটনা আজও অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। প্রেরণা দেয় সত্য ও সুন্দরের পথে চলার।