ভারতের নোট বাতিলে এপার-ওপারে দুর্ভোগ

ভারতের নোট বাতিলে এপার-ওপারে দুর্ভোগ

শেয়ার করুন

যশোর প্রতিনিধি:

ভারত পাঁচশ’ ও এক হাজার টাকার নোট বাতিল করায়, দুর্ভোগে পড়েছে বাংলাদেশ-ভারত দুদেশের পাসপোর্টধারী যাত্রীরাই। ভারত সরকারের এ সিদ্ধান্তে এরই মধ্যে দেশটিতে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে গেছে। ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে।

চেনা চিত্রটা যেন হঠা৭ই বদলে গেছে। অনেকটাই ফাঁকা এখন প্রতিদিনকার ব্যস্ত সীমান্ত-বেনাপোল-পেট্রাপোল বন্দর। গত ৮ নভেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেন। সেই হঠাৎ ঘোষণায় প্রায় অর্ধেকে নেমে এসেছে দু’দেশের যাত্রী-সংখ্যা।

বড় দুর্ভোগে পড়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া বা বেড়াতে যাওয়া বাংলাদেশিরা। ব্যাংক বা মানি এক্সচেঞ্জ কেন্দ্রগুলোতে যেমন মিলছে না পর্যাপ্ত নতুন নোট, তেমনি হাসপাতাল কিংবা চিকিৎসা কেন্দ্রগুলো পুরোনো নোট নিতে অস্বীকার করছে। টাকার অভাবে অনেকেই চিকিৎসা অসমাপ্ত রেখে বাধ্য হচ্ছেন দেশে ফিরে আসতে।

বেনাপোল বন্দরে টাকা ভাঙ্গাতে না পেরে ফিরে যাচ্ছেন ভারতীয় নাগরিকরাও। নোট বাতিলের সিদ্ধান্তে আমদানি ও রপ্তানি বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা। নতুন এই সঙ্কটে দিন দিনই কমছে বেনাপোল বন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা।