শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আগামীকাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজও শেষ। নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা নিবেদনের চিরন্তন প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন ফুলের সমারোহে নান্দনিক সাজে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ আঙিনায় ফুলের বাহারি বাগানগুলোও সাজানো হয়েছে অপরূপ সাজে।

নিরাপত্তার জন্য পুরো এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য চলছে তিন বাহিনীর সুজ্জিত মহড়া ও কুচকাওয়াজের প্রস্তুতি।

সম্প্রতি পরিস্থিতি মাথায় রেখে মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এবার কমিউনিটি পুলিশের উদ্যোগে দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বিভিন্ন আন্দোলনের ভিডিও চিত্র প্রদর্শনী। পাশাপাশি গান পরিবেশন করবেন মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগ্রামী ও কিংবদন্তি সংগীত শিল্পীরা।