রোহিঙ্গাদের দেখতে রোববার বাংলদেশে আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দেখতে রোববার বাংলদেশে আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত নিধনের বলি হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে রোববার বাংলদেশে আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। রোববার তিনি ঢাকা পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্প্রতি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তার দেশ। এরইমধ্যে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা বিপন্ন রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া ত্রাণ সহায়তা পাঠিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখতে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি প্রথমে কক্সবাজারে যাবেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর ঢাকায় ফিরে একই দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে আহমেদ জাহিদ হামিদির।

ওই বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। সফরকালে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবেন তিনি।