রোহিঙ্গাদের মিয়ানমার পাঠানো সম্ভব হবে না: এরশাদ

রোহিঙ্গাদের মিয়ানমার পাঠানো সম্ভব হবে না: এরশাদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

যতভাবেই ভাবেই চেষ্টা চালানো হোক না কেন, কুটনৈতিকভাবেও রোহিঙ্গাদের মিয়ানমার পাঠানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় পার্টির যৌথ সভায় এসব কথা বলেন তিনি। স্বার্থানেষী অনেকেই দল ত্যাগ করলেও জাতীয় পার্টি ছাড়া দেশের কোন ভবিষ্যত নেই বলেও জোর দেন এরশাদ। তবে এই দলের শাসনামলের উন্নয়ন সম্পর্কে নতুন প্রজন্ম এমনকি নেতা-কর্মীরাও জানে না বলেও মন্তব্য করেন এই পার্টি প্রধান।

সংসদকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আওয়ামী লীগকে সমর্থন করলেও জাতীয় পার্টি আলাদা বলে ঊল্লেখ করেন অনান্য সিনিয়র নেতারা। তাই আসন্ন নির্বাচনে ক্ষমতায় যাওয়ায় জাতীয় পার্টির একমাত্র লক্ষ্য বলেই উল্লেখ করেন এরশাদ।