বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ভারত

বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ভারত

শেয়ার করুন

5e92b62912de27a3e727271a013cc3ae

বিশ্বসংবাদ ডেস্ক :

বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হচ্ছে ভারত। যুক্তরাজ্যের থমসন রয়টার্স ফাউন্ডেশন প্রকাশিত এক তালিকায় ভারতের নাম উঠে এসেছে। শীর্ষ দশ দেশের তালিকায় ভারতের পরেই রয়েছে আফগানিস্তান, যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, সোমালিয়া, সৌদি আরব, পাকিস্তান, ডিআর কঙ্গো, ইয়েমেন ও নাইজেরিয়া। প্রথম দশে একমাত্র পশ্চিমা দেশ হিসেবে আছে যুক্তরাষ্ট্র।

৫৫০ জন বিশেষজ্ঞ বিশ্বব্যাপী যৌন নিপীড়ন, পাচার, জোরপূর্বক শ্রম, জোর করে বিয়ে, যৌন দাসত্ব ও ঘরোয়া সহিংসতার শিকারসহ কয়েকটি বিষয়ে গবেষণা করেন।

জরিপ অনুযায়ী, ভারত নারী সুরক্ষায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আফগানিস্তান ও সিরিয়ায় নারীরা যুদ্ধ সহিংসতার শিকার। থমসন রয়টার্স ফাউন্ডেশন জানায়, ২০৩০ সালের মধ্যে নারীদের রাজনৈতিক, আর্থিক ও সামাজিক নির্যাতন এবং বৈষম্য দূর করতে কাজ করছেন বিশ্বনেতারা।