ছবিতে ম্যানচেস্টারের কনসার্টে হামলা!

ছবিতে ম্যানচেস্টারের কনসার্টে হামলা!

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়াম একটি কনসার্টে বোমা বিস্ফোরনে ২২ জন নিহত হয়েছে। আহত হয়ে অন্তত ৫৯ জন।

কনসার্টে গান পরিবেশন করেন মার্কিন পপ তারকা আরিয়ানা। আরিয়ানা গান শেষ করার পরপরই হামলা হয়। স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে ওই হামলা হয়। ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে যুক্তরাজ্যের পুলিশ। এ ঘটনায় যুক্তরাজ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বিবিসি রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ঘটনার বিভিন্ন ছবি প্রকাশ করেছে। ছবিতে ম্যানচেস্টারের হামলা

_96170191_shutterstock_editorial_8828037b_large
আহত এক তরূণীকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
_96170193_hi039644454
আতঙ্কিত কয়েকজন দর্শক। তাদের সাথে কথা বলছে পুলিশ।
_96170195_shutterstock_editorial_8828094f_large
স্বজনদের একে অন্যকে জড়িয়ে ধরে আহাজারি।
_96170311_shutterstock_editorial_8828037i_large
এক নারীকে নিরাপদ স্থাদে নিয়ে যাচ্ছে পুলিশ।
_96170309_shutterstock_editorial_8828094n_large
ঘটনার পরপরই সাজোয়া যানসহ পুলিশের কঠোর অবস্থান।
_96167853_get3
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক তরুণী।
_96170187_shutterstock_editorial_8828037c_large
আহতদের নিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকরা।
_96167808_pa1
স্বজন হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অভিভাবকরা।
_96167807_get2
পুলিশের তৎপড়তা
_96167809_pa2
কয়েকজন দর্শককে নিরাপদে পুলিশের বেস্টনির মধ্যে অবস্থান।
_96167755_reu2
সতর্ক অবস্থান পুলিশের।
_96167754_reu
স্বজনদের জন্য ‍উৎকন্ঠায়।

_96167806_get