রমজানে গরুর মাংসের দাম কেজি প্রতি ৪৭৫ টাকা

রমজানে গরুর মাংসের দাম কেজি প্রতি ৪৭৫ টাকা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রমজানে গরুর মাংসের দাম কেজি প্রতি ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এর বাইরে অতিরিক্ত দাম নেয়া হলে ব্যবস্থা নেয়ার হুশিঁয়ারি  সিটি কপোরেশনের।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ে মাংস ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ব্যবসায়ীদের  সঙ্গে কথা বলে এই দাম নির্ধারণ করা হয়।

সেক্ষেত্রে খাসির মাংস ৭২৫ টাকা, ছাগী ৬২০ টাকা, ভারতীয় গরু ও মহিষের মাংস ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোজার মাসে ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে, ২৬ রোজা পর্যন্ত রাজধানীতে এ দামে বিক্রি করা যাবে।  দক্ষিণ সিটি কপোরেশনে ১ টি স্থায়ী পশুর হাটেরও ঘোষণা দেন মেয়র।