হাসিনা-মোদি বৈঠকে ২২ টি সমঝোতা স্মারক স্বাক্ষর

হাসিনা-মোদি বৈঠকে ২২ টি সমঝোতা স্মারক স্বাক্ষর

শেয়ার করুন

modi-hasina-reuএটিএন টাইমস ডেস্ক:

ভারতের নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকে ২২ টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।বাংলাদেশে সময় দুপুর পৌণে দুইটায় দু দেশের প্রধানমন্ত্রী এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মরক গুলোর মধ্যে রূপপুর পারমাণবিক চুল্লতে ভারতের বিনিয়োগরে বিষয়টি স্থান পায়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রোডের ফলক উন্মোচন এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্ম জীবনীর হিন্দি ভার্সনের মোড়ক উন্মোচন করেন।

এছাড়া খুলনা-কলকাতা মৈত্র এক্সপ্রেস ২ এর উদ্বোধন করা হয়। এছাড় ৬ শ মেগাওয়াট বিদ্যুত ভারত থেকে বাঙলাদেশে রপ্তানি করতে এবঙ পাইপ লাইনে ডিজেল রপ্তানির ব্যাপারে সমঝোতা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী।

বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন খাতে অন্তত ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এর আগে সকালে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।