হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

শেয়ার করুন

Khaleda zia corona test

 

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রীর সিটি স্ক্যান ও আল্ট্রাসনো করার পর চিকিৎসকরা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

সিটিস্ক‍্যানসহ অন‍্যান‍্য পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করে আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।
এর আগে সিটিস্ক‍্যানসহ অন‍্যান‍্য পরীক্ষার করানোর জন্য মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে যান তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসা চলে সাবেক এই প্রধানমন্ত্রীর

গত ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানো হয়। সে রিপোর্ট ভালো আসে বলে বিএনপি থেকে জানানো হয়।

গত শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে দ্বিতীয় বার খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষা করা হয়। এই রিপোর্টও পজিটিভ আসে।